
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অশোকনগরের সভা থেকে দুর্নীতি প্রসঙ্গে ফের একবার স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,‘আমি কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এখন মোদি দেশকে এবং পশ্চিমবঙ্গকে গ্যারান্টি দিচ্ছি, যে দুর্নীতি করেছে, তাকে বাইরে বার করব। যাদের থেকে টাকা লুট হয়েছে, তাঁদের টাকা ফেরত দেব। এক এক টাকার হিসাব হবে। আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। লুঠ হওয়া ১৭ হাজার কোটি টাকা মানুষকে ফেরত দিয়ে দিয়েছি। বাংলাতেও আপনাদের লুট হওয়া টাকা আপনাদের ফেরত পেতে সাহায্য করব। এমন ব্যবস্থা নেব যে, এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বিজেপি প্রার্থী রেখা পাত্রর প্রশংসা। প্রধানমন্ত্রীর ভাষণের আগেই রেখা পাত্র ভাষণ দেন। এরপরই প্রধানমন্ত্রী বলেন, ‘সন্দেশখালির মহিলারা বিচার চাইলে সেই মহিলাদেরই টার্গেট করেছে তৃণমূল। বসিরহাটের প্রার্থী রেখা পাত্র কত সুন্দর ভাষণ দিয়েছেন। তৃণমূলের এরকম কোনও নেতা নেই। এক জন গরিবের মেয়েকে কীভাবে সাংসদে পাঠাতে বিজেপি এত বড় পদক্ষেপ করল, তা দেশবাসী দেখল। আমার বিশ্বাস তিনি নারীশক্তির লড়াই করছেন। আমি ওঁর সাহসকে কুর্ণিশ জানাচ্ছি। রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পুজারি রেখা। শাহজাহান শেখদের মতো নেতাদের সাহস যাতে না বাড়ে, তার জন্য রেখার জেতা অত্যন্ত প্রয়োজনীয়।’
এদিন সন্তদের প্রসঙ্গেও সমানভাবে সরব ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূলের বিধায়ক হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছে। এখানের সন্তরা সেই ভুল শুধরে নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু তৃণমূল সেই সন্তদেরই গালিগালাজ করেছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের সন্ন্যাসীদের অপমান করা হয়েছে।’
এরপর প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকেও একহাত নেন। তিনি বলেন, ‘তৃণমূল এবং ‘ইন্ডিয়া’ আপনাদের উন্নয়নের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এরা শুধু নিজেদের ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে চায়। এখানকার ওবিসিদের ধোঁকা দিয়েছে তৃণমূল। আদালতে তা প্রকাশ্যে এসেছে। কলকাতা হাই কোর্ট বলেছে, ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক। তৃণমূল লক্ষ ওবিসি যুবদের অধিকার কেড়ে নিয়েছে জিহাদিদের মদত জোগানোর জন্য। আদালতের এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রীর রূপ দেখে আমি স্তম্ভিত। বিচারকদের উপর প্রশ্ন তোলা হচ্ছে। ’
প্রধানমন্ত্রী রেমাল প্রসঙ্গে বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের দিকে কেন্দ্রের নজর ছিল। আমরা সবাই মিলে মোকাবিলা করেছি। আমি খোঁজ নিচ্ছিলাম। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্য দল ভাল কাজ করেছে। কেন্দ্র প্রয়োজনীয় সাহায্য রাজ্য সরকারকে দিচ্ছে।’